মোল্লাহাটে স্বাধীনতা দিবস’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০২১, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২১ যথাযথভাবে পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মোল্লাহাট অফিসার্স ক্লাবে বুধবার সকাল ১১টা হতে পর্যায়ক্রমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, অবঃ উপাধ্যক্ষ প্রমথ কুমার কীর্ত্তনীয়া, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার প্রমূখ।