মোল্লাহাটে রজীব পরিবহনের চাপায় দুই যুবক নিহত
বাগেরহাটের মোল্লাহাটে বে-পরোয়া গতির বাসের চাপায় মটর সাইকেল আরোহী জুবায়ের (১৯) ও আবু সাঈদ (১৮) নামে দুই যুবক নিহত হয়েছে। উপজেলার রাজপাট খালের মাথা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত দুই যুবকের বাড়ি খুলনা পূর্ব বানিয়া খামার এলাকায়। এদের মাঝে জুবায়েরের পিতার নাম মহিউদ্দিন এবং আবু সাঈদের পিতার নাম জানাতে পারে নাই পুলিশ।
পুলিশ জানায়, মোল্লাহাটের দিক থেকে খুলনার দিকে মটর সাইকেলে যাচ্ছিলেন ওই দুই যুবক, এমন সময় খুলনার দিক থেকে ঢাকাগামী রাজীব পরিবহন ১১-০০০৭ নং বাস মটর সাইকেল চাপা দিয়ে প্রায় এক’শ গজ দুরে গিয়ে থামে। এতে ঘটনা স্থলেই দুই যুবক নিহত হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। একই সাথে বিদ্ধ¦স্থ মটর সাইকেল এবং ঘাতক বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ আরো জানায়, এঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বাস চাপায় নিহত দুই যুবকের লাশ উদ্ধার করা হযেছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।