মোল্লাহাটে মুজিব বর্ষে ২য় ধাপে আশ্রয়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
বাগেরহাট মোল্লাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে “প্রধানমন্ত্রীর উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান” কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বরাদ্ধকৃত ৬০’টি গৃহ নির্মাণ কজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ৭নং আটজুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামে এ ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, কেআর কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেস ক্লাব মোল্লাহাটে সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাট’ র সদস্য আরিফুল ইসলাম রিয়াজ, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শেখ বোরহান উদ্দিন, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা ও যুবলীগ নেতা মোঃ মুকুল প্রমূখ।