মোল্লাহাটে মা ও শিশুর পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টিতে পট গান উদ্বোধন


বাগেরহাটের মোল্লাহাটে মা ও শিশুর পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টিতে পট গান উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়াল্ড্ ওয়াইড এর নেতৃত্বে ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় জেজেএস ও উন্নয়ন সংগঠন রূপান্তর বাস্তবায়িত রূপান্তর থিয়েটারের পরিবেশনায় উপজেলার গাওলা ইউনিনের ০৬ নং ওয়ার্ডে দ্বিগংগা বালা বাড়িতে এ উদ্বোধন হয়।
মোল্লাহাট, কচুয়া, মোংলা ও শরনখোলায় মোট ৩০০টি পটগান অনুষ্টিত হবে। তারই ধারাবাহিকতায় গাওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ভজন সমাদ্দারের উপস্থিতিতে ও বিকালে চাদেরহাট মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন সেল্টারে ইউপি সদস্য ভবেন মন্ডলের সহযোগিতায় ক্রেইন প্রকল্পের জেলা সিএসও মোবিলাইজার শরিফুল বাশার, উপজেলা ওয়াশ এন্ড সিএসও মোবিলাইজার মোঃ আব্দুল করিম ও রূপান্তর থিয়েটার শিল্পীদের অভিনয়ের মাধ্যমে উঠান বৈঠকে গর্ভবতী মায়ের পরিচর্যা, প্রসব পরবর্তী মায়েদের করনীয়, শিশুর পরিচর্যা, গর্ভকালিন সময়ে বিশ্রাম, খাওয়া, আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া, হাত ধোয়ার পাচটি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে ক্রেইন প্রকল্পের উপকার ভোগীদের সহ অন্যান্যদেরকে সচেতনত করা হয়। প্রত্যেক পটগানের শেষে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ৫ জনকে পুরষ্কার দেওয়া হয়।