মোল্লাহাটে বাল্য বিয়ে রোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে বাল্য বিয়ে রোধে উপজেলা সমন্বয় সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে সেমাবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির বাগেরহাট জেলা ব্যবস্থাপক পলাশ হালদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, উপ-পুলিশ পরিদর্শক ঠাকুর দাশ, সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ললন কুমার মন্ডল, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, উইপি চেয়ারম্যান সিকদার উজির আলী, এস,কে, হায়দার মামুন, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রেজাউল কবির ও শেখ রফিকুল ইসলাম, নিকাহ রেজিস্ট্রার, ইমাম ও সকল ইউনিয়নের দফাদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *