মোল্লাহাটে বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান‘র ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন
বাগেরহাটের মোল্লাহাটে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহ প্রদান নীতিমালা-২০২০ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার‘র নিতিমালায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান’ প্রকল্পের আওতায় আরো ৭০টি গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। ১০-০২-২০২২ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার গাংনী ইউনিয়নের মাতারচর এলাকায় আঠারো বাঁকি নদীর চরে নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাজ, কোনরূপ ভেজাল নিম্নমানের কোন কিছুর ব্যবহার যেন না হয়, একাজে একটুও অনিয়ম মেনে নেয়া হবে না। সুষ্ঠ ও সুন্দরভাবে এ কাজ সম্পন্ন করতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়দের আহ্বান জানিয়েছেন। এরপর চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে আঠারোবাকী নদী সংলগ্নের গৃহ নির্মান কাজও প্রদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রী অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ও মনোরঞ্জন পাল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, আরিফুল ইসলাম রিয়াজ প্রমূখ।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে মোল্লাহাট উপজেলায় ৭০টি গৃহ নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের আঠারোবাকী নদী সংলগ্নে ৪০টি এবং গাংনী মাতারচর গ্রামের আঠারোবাকী নদী সংলগ্নে ৩০ টি গৃহ নির্মান কার্যক্রম চলমান রয়েছে। যার প্রতিটি গৃহে ব্যয় হবে ২ লক্ষ ৪০ হাজার টাকা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে পিছিয়েপড়া গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ অবদান রাখবে