মোল্লাহাটে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ

 বাগেরহাটের মোল্লাহাটে ফোরকান নামে এক প্রতিবেশী কর্তৃক প্রবাসী তিন ভাইয়ের বাড়িতে একাধিক চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাচনা দক্ষিণ পাড়া এলাকায় মঙ্গলবার ভোররাতে এবং এর পূর্বে বিভিন্ন সময়ে এ একাধিক চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। ভিকটিম পরিবারের সদস্যরা জানায়, কাচনা দক্ষিণ পাড়া এলাকার মোঃ গাউস শেখ (৬৮)’র তিন ছেলে মোঃ রেজাউল শেখ, মোঃ আনারুল শেখ ও মোঃ রবিউল শেখ (সকলে) দীর্ঘদিন ধরে সৌদী প্রবাসী। তাদের বৃদ্ধ পিতা-মাতা ও তিন স্ত্রী বাড়িতে থাকেন। বাড়ির একমাত্র পুরুষ বৃদ্ধ মোঃ গাউস শেখ ওই এলাকার নুর জামে মসজিদের মোয়াজ্জেম। ঘটনার রাতে ভুলক্রমে বসত ঘরের ক্লপ্সবল গেটে তালা বন্ধ না করে ফজরের আজান দিতে মসজিদে যান মোঃ গাউস শেখ। এ সুযোগে ভেতরে ঢুকে একটি কক্ষের আলমারী- শোকেজ খুলে নগদ সত্তর হাজার টাকা চুরিসহ আরো কিছু খুজতে থাকে চোরে। এমন সময় শব্দ শুনে অন্য কক্ষ থেকে উঠে ওই কক্ষের দিকে যান মোঃ গাউস শেখের স্ত্রী মনোয়ারা বেগম।

পরিবারের কেউ আসছে বুঝতে পেরে ওই কক্ষ থেকে বের হয়ে গেটের দিকে এগোতে থাকে চোর। এমন সময় মুখোমুখি হওয়ায় এবং চিনতে পারায় ফোরকান (চোর)’কে জড়িয়ে ধরেন গৃহকর্তৃ মনোয়ারা বেগম। তখন মনোয়ারা বেগমকে কনুইয়ের আঘাতে ফেলে দিয়ে পালিয়ে যায় ফোরকান।

এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দুপুরের মধ্যে মিমাংশা করে দেওয়ার কথা বলেন। উক্ত সময়ের মধ্যে কোন ফয়সালা না পাওয়ায় মঙ্গলবারই সন্ধায় থানায় লিখিত অভিযোগ করা হয়। প্রবাসী তিন ভাইয়ের পিতা মোঃ গাউস শেখ, মা মনোয়ারা বেগম, স্ত্রী আমেনা বেগম, লিমা খাতুম ও সানজিদা খনম কেয়া আরো জানান, এর পূর্বে বিভিন্ন সময়ে তাদের ছাগল, গরু ও রাজ হাস চুরি হয়েছে। বিভিন্নভাবে তারা নিশ্চিত হয়েছে যে, ওই সকল চুরিও ফোরকান করেছে। তবু, যেহেতু হাতেনাতে ধরতে পারে নাই এবং স্থানীয় শান্তি রক্ষায় চুপ থেকেছেন। এর যথাযথ আইনানুগ বিচার দাবী করেন তারা। এবিষয়ে সাক্ষাতকারের জন্য গেলে মোবাইল কানে লাগিয়ে কথা বলার অযুহাতে পাকা পথ থেকে ওয়াপদার কাচার পানির ভেতর দিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় ফোরকানের বক্তব্য নেয়া সম্ভব হয় নাই। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, তদন্ত পূর্বক যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *