মোল্লাহাটে পিটিয়ে বৃদ্ধার হাড় ভেঙ্গে দেয়ার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট গরু দিয়ে অত্যাচারের প্রতিবাদ করায় পিটিয়ে মনোয়ারা (৭৫) নামে এক বৃদ্ধার হাড় ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চর আটজুড়ি গ্রামে সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিত আহত ওই বৃদ্ধার ছোট ভাই জিল্লাল শিকদার (৬০) থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভিকটিম ও তার নিকটাত্মীয় সুত্র জানায়, মোল্লাহাট উপজেলার চর আটজুড়ি গ্রামে তাদের প্রতিবেশী নান্নু মোল্লা (৫৫) প্রায় সময় তার গরু দিয়ে অত্যাচার ও ক্ষয়ক্ষতি করে। ঘটনার সময় নান্নু মোল্লা ও তার স্ত্রী তানজিলা বাড়ি সংলগ্ন ওয়াপদা সড়ক থেকে জিল্লাল শিকদারের বাড়িতে গরু নামিয়ে দেয়। তখন জিল্লাল শিকদারের বড় বোন (নিঃসন্তান বিধবা) বৃদ্ধা মনোয়ারা প্রতিবাদ করে বলেন, এভাবে আর যেন কোন ক্ষতি না করে এবং গরু তাদের বাড়িতে না আসে। এতেই অকথ্য ভাষায় গালিগালাজ করে অতর্কিত ভাবে লাঠি দিয়ে পিটিয়ে ডান কোমরের নিচে উরুর হাড় ভেঙ্গে দেয়। এছাড়া মাথায় গুরুতর ফোলা জখম হয়েছে। নান্নু মোল্লা এবং তার স্ত্রী তানজিলা একযোগে সীমাহীন মারপিট করেছে বলেও জানান তারা। এহেন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভিকটিম ও তার নিকটাত্মীয়রা।

এবিষয়ে নান্নু মোল্লা বলেন, তিনি তার তিনটি গরু বড় গোছড় (রশি) দিয়ে বেঁধে বিশাল ডাঙ্গায় (মাঠে) ঘাস খাওয়ান। প্রতিদিনের মত ডাঙ্গা থেকে গরু ছেড়ে দিয়ে গোছড় গোছাতে সময় লাগায় তিনি পিছনে পড়েন। ওই গুরুর সাথে তার স্ত্রী ছিলেন। ওয়াপদা সড়ক থেকে তার গরুর ঘা লেগে ওই মহিলা পড়ে গিয়ে আহত হয়েছে, সে বা তার স্ত্রী মারপিট করে নাই। ওই বাড়িতে তার গরু নামে নাই।

এবিষয়ে মোল্লাহাট থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *