মোল্লাহাটে দোকানী দুই ভাইকে কুপিয়ে জখম, প্রতিবাদে বণিক সমিতির মিছিল
বাগেরহাটের মোল্লাহাটে মাল/দ্রব্য বিক্রি করতে না চাওয়ায় খরিদ্দারের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা দোকান লুটসহ কুপিয়ে ও পিটিয়ে দোকানী দুই ভাইকে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার প্রাণকেন্দ্র মোল্লাহাট বাজারে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত দুই ভাই লিটু শিকদার (২৫) ও মিঠু শিকদার (৩৫)’কে প্রথমে মোল্লাহাট ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। এছাড়া ওই ঘটনার যথাযথ বিচার দাবিতে মিছিল করেছে মোল্লাহাট বাজার বণিক সমিতি। আহতদের ঘনিষ্ঠ সূত্র জানায়, শনিবার বিকেলে উপজেলার গাড়ফা গ্রামের আলী আহম্মদ মোল্লার ছেলে জুয়েল ও রুবেল মোল্লাহাট বাজারের মায়ের দোয়া স্টোরে এসে ভুষি (দ্রব্য) চায়।
তখন দোকানদার লিটু বলে এখন দেয়া যাবে না। এ কথার পর লিটুকে জুয়েল ও রুবেল মারপিট করে। তখন অদুরে থাকা লিটুর বড়ভাই মিঠু এসে প্রতিবাদ করে। এরপর ২০/২৫ জন দুস্কৃতিকারী এসে ওই দোকানে লুট করে, এসময় বাধা দিলে পাশের (দা, বটির) দোকান থেকে বঁটি এনে কুপিয়ে গুরুতর যখম করে লিটু শিকদার ও মিঠু শিকদার’কে। এরপর অন্যান্য ব্যাবসায়ীরা তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, এরপর উন্নত চিকিৎসার প্রয়োজনে তাদের খুমেক হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। মোল্লাহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাঙ্গা সরদার ও ব্যাবসায়ী সোহাগ শেখ বলেন, কিছু কিছু বেয়াদব ও নেশাখোর মাসে মাসে বাজারে হামলা ও চাঁদাবাজি করে।
আবার আজ (শনিবার) এ বাজারের ‘মায়ের দোয়া স্টোর’ লুটসহ দোকানী দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এর কঠিন বিচার হতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলন করবো। এছাড়া বণিক সমিতির মিছিলে বলা হয়, সন্ত্রাসীর কালো হাত – ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, চাঁদাবাজির কালো হাত – ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। মোল্লার থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, ওই ঘটনায় জড়িত সন্দেহে ৪/৫ জনকে ধরে আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ঘটনার লিখিত অভিযোগ অল্প কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবে, এরপর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।