মোল্লাহাটে জাতীয় শোক দিবস পালনে আওয়ামীলীগর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে যথাযথ গুরুত্বে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) এ সভা হয়।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির, বিআরডিবি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক হাসান মোল্লা হায়দার, নজরুল ইসলাম মিল্টন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আবুল বাশার মোল্লা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী যুবলীগ নেতা ফজলে এলাহী লেবিন, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, মোঃ মনিরুজ্জামান মিয়া, আওয়ামীলীগ নেতা মহাতাব উদ্দিন, শেখ শহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের বাগেরহাট জেলা সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল মিয়া, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, হেদায়েত শেখ প্রমূখ।