মোল্লাহাটে জমি নিয়ে সংঘর্ষে রবিউল মোল্লা (২৫) নিহত আহত ৯
বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত রবিউল মোল্লা (২৫) মারা গেছেন। ২২ মে শনিবার সকাল ৬ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রবিউল মোল্লা উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লা গং’র সাথে ইরাজ মোল্লা গং’র জমি সংক্রান্ত বিরোধ চলছে। উক্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকালে দু’পক্ষের সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত ৯ জন আহত হয়। আহতদেরকে মোল্লাহাট ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মাঝে রতু মোল্লার ছেলে রবিউল মোল্লার চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মৃত্যু হয়। মৃত্যুর এ খবরে এলাকায় আবার উত্তেজনা সৃস্টি হয়।
এঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর জানান, তিনিসহ ঘটনা স্থলে পুলিশ আছেন এবং পরিস্থিতি এখন সম্পূর্ন নিয়ন্ত্রনে আছে।