মোল্লাহাটে কৃষি আবহাওয়া তথ্য উন্নতি করণে রোভিং সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় “রোভিং সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী এ রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস।
এছাড়া ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সংশ্লিষ্ট কর্মকর্তা কৃষক, কৃষাণী প্রমূখ।