মোল্লাহাটে অবৈধ দন্ত চিকিৎসা বিরোধী অভিযান

বাগেরহাটের মোল্লাহাটে অবৈধ দন্ত চিকিৎসা বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় ৩’টি চেম্বারের মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন জানান, তিনি নিজে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩’টি দন্ত চেম্বারে অভিযান পরিচালনা করে ২’টি চেম্বারের কাগজপত্র ত্রুটির কারণে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একজন (ডিএমএফএ) ডিপ্লোমাধারীর নামের আগে ডাঃ লেখার অপরাধে তার চেম্বারে অভিযান চালিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে (ডিএমএফএ) ডিপ্লোমাধারী প্রমিলা বালা জানান, তিনি তার সিনিয়রদের থেকে শুনেছেন যে, ডাঃ লেখা যাবে। এনিয়ে হাইকোর্ট মামলা চলছে বলেও জানান তিনি। এবিষয়ে ০১৭১৪-৮৩৫২৯৯ নম্বর থেকে বারংবার মোবাইল ফোনে নিজেকে (বিডিএমএ) বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের গোপালগঞ্জ জেলার ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ নয়ন কুমার পরিচয় দিয়ে বলেন, আপনারা নিউজটা করবেন না, করলেও ২’দিন পরে করেন। ডাঃ লেখা যাবে মর্মে আদালতের রায় আছে বলেও জানান তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *