মোল্লাহাট ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন অনুষ্ঠিত
মোল্লাহাট ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় কে,আর কলেজ সংলগ্ন ফাতেমা কম্পিউটার সেন্টারে মোল্লাহাট ফাউন্ডেশনের সভাপতি শহিদ মেহফুজ রচার সভাপতিত্বে ফ্রি করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। এসময় ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শামীম গাজী, সিরাজুল ইসলাম ফন্টু শাহানারা বেগম, শাহীন উল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট ফাউন্ডেশনের সদস্য শেখ ফারুক আহম্মেদ, জামিল আহম্মেদ মুকুল, মোল্লা আসাদুজ্জামান ,খাঁন তুষার আহম্মেদ, সোহেল শেখ নতুন, মিজানুর রহমান, আবুল কাসেম কালিম প্রমূখ। দিনব্যাপি এই ফ্রি রেজিস্ট্রেশনের আওতায় ১৫০ জনের করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করা হয়।