মোটরসাইকেল দূর্ঘটনায় পর্যটক নিহত

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঘন কুয়াশা থাকার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারে ধাক্কা লাগে। এতে এক পর্যটক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, নিহত লোকটির নাম সাইফুল ইসলাম (২৩)। বরিশাল গৌরনদী থানার বাটাজোড় গ্রামের হানিফ শরীফের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। নিহতের স্বজন ও পুলিশ জানান, বরিশাল থেকে সাইফুলসহ চার বন্ধু মটরসাইকেল নিয়ে কুয়াকাটায় ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন।

পথে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সলিমপুর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সাইফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সুরক্ষা পিলারে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজনই আঘাত পান। পরে তাঁদের আহত অবস্থায় কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *