মুকসুদপুরের ননীক্ষীরে প্রচার প্রচারনায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শেখ মো. জিন্না


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীরে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারনায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শেখ মো. জিন্না। সকল শ্রেনীর প্রার্থীরা মাঠে নামায় ননীক্ষীরে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। চায়ের দোকানে আলোচনায় চলছে প্রার্থীদের নাম। সেই ধারাবাহিকতায় ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইউনিয়নব্যাপি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ কর্মী, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শেখ মো. জিন্না। শুক্রবার উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বিভিন্ন মানুষের সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন শেখ মো. জিন্না। এসময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন