গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান মিনার আনারস প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এসময় রকিবুল শেখ এর সঞ্চলনায় ও দীনেশ রায় এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, ননীক্ষীর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান মিনা, খলিল শেখ, এস এম মজিবুর রহমান, মনিময় বৈরাগী, কমরেড ইসহাক আলী মোল্লা, জলিরপাড় বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক স্বপন শেখ, রঞ্জন রায় হিমুল সরদার, মনিরুজ্জামান মিনা, কৃষ্ণ রায় প্রমুখ।
এসময় দেনু রায়, বিপ্লব, ছানোয়ার শেখ, সুবল রায়, মহাদেব, সবুজ বাড়ৈসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান মিনাকে আনারস মার্কায় ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।