মুকসুদপুরে শিক্ষকদের সম্মাননা প্রদান ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করেন ৯৫ ব্যাচ

গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক শিক্ষক ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার সকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর বিদ্যালয় মাঠে এ আয়োজন করেন ননীক্ষীর উচ্চবিদ্যালয়ের এস এসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা।
ননীক্ষীর উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী স্যার এর সভাপতিত্বে ও বিশেষজ্ঞ ডাক্তার শেখ শাহআলম মুনির এর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ননীক্ষীর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এনায়েত হোসেন লিপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান,মেজর মোহাম্মদ ইয়াকুব(অবঃ), ননীক্ষীর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ রনি আহম্মেদ, সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মজুমদার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কবি আবুল বাসার শেখ প্রমুখ।
এসময়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল হক চোকদার, শিক্ষক মিরন মিয়া, কনা বাইন, বিনয় পান্ডে, শফিকুল ইসলাম, নুর আলম, মতিয়ার তালুকদার, ওবাইদুর রহমান, আশরাফুল ইসলাম আশরাফ আলী শেখ, রাশিদা বেগম,রিপন শেখ, ডালিম বেগম,সাখাওয়াত হোসেন সেলিম,অজয় বাড়ৈসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *