মুকসুদপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে মুকসুদপুরে এলইডি ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার মুকসুদপুর পৌরসভা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক কাজী গোলাম আহাদ। জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র আলহাজ্ব এ্যাড. আতিকুর রহমান মিয়া, ইউডিসির চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়া, প্যানেল মেয়র নূর আসাদ মৃধা, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শন শেষে উপস্থিত দর্শনার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম জানান, গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরন প্রকল্পের আওতায় আনসার ভিডিপি কোঅপারেটিভ সোসাইটি (আভিকো) -এর মাধ্যমে বাস্তবায়িত ”এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক আউট রীচ প্রোগ্রামের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ভ্রাম্যমান এলইডি ভ্যানের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পরে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক কাজী আহাদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।