মানুষের কোনও কাজ বা স্বভাবের মধ্যে পরিবর্তন আনার জন্য প্রেরণার প্রয়োজন হয়

মোঃ হিমেলঃ মানুষের কোনও কাজ বা স্বভাবের মধ্যে পরিবর্তন আনার জন্য প্রেরণার প্রয়োজন হয়। কাউকে জোর করে কিছু করানো যায়না। একজন মাদকাসক্ত বা নেশাগ্রস্থ ব্যক্তির ক্ষেত্রে এই কথাটি খুব খাঁটি। একজন ব্যক্তি যিনি কোনও নেশার দ্রব্যের উপর নির্ভরশীল, তিনি অন্যদের থেকে সহজে তাঁর চিকিৎসা করানোর জন্য সাহায্য চাইবেন না। অবস্থার সামাল দেওয়া শুরু করা সত্ত্বেও মাঝে মাঝে তাঁদের প্রেরণা ও ইচ্ছাশক্তির মধ্যে খামতি দেখা যায়। প্রেরণার মধ্য দিয়ে মানুষের মাদকাসক্তি কমানোর চেষ্টা করলে তা থেকে বেড়িয়ে আসা সেই ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভর করে। প্রেরণা মানুষকে সক্রিয় করে তোলে নিজেকে বদলাতে উৎসাহ দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তিকে চিন্তার স্বাধীনতা দিলে তাঁরা নেশা ছাড়তে চান না এবং চিকিৎসক বা পরিবারের সদস্যদের কথা শোনেন না। কিন্তু একজন ব্যক্তি যখন নিজের পরিবর্তনের জন্য নিজেকে দায়িত্বশীল মনে করেন, তখন তাঁর মধ্যে মনোবল তৈরি হয় এবং তাঁর চিকিৎসার ফলও ভাল হয়। মাদক মুক্ত দেশ গড়ি। (কমিউনিটি পুলিশিং ফোরাম) খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি পুলিশ জনতা জনতাই পুলিশ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *