মাগুরায় জেলা যুবলীগের আয়োজনে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন
আজ ১৮ অক্টোবর স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মদিন উপলক্ষে মাগুরা- ১আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্জ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতায় মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত সারাদিন কর্মসূচিতে সকাল ১১টায় অসহায় দুস্হ্য শিশুদের জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ঔষুধ সামগ্রী হস্তান্তর করেন ও দুপুর ১২টায় দুস্হ্য পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এবং বাদ আছর মাগুরা হোঃ শঃ সোঃ কলেজ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। উক্ত কর্মসূচি তে সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী রেজাউল ইসলাম সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ, বিশষ অতিথি হিসাবে ছিলেন মোঃ মুস্তাফিজুর রহমান স্বপন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ, মোঃ মকবুল হাসান মাকুল সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ আলী, আহমেদ আহাদ যুগ্ম আহ্বায়ক জেলা আওয়ামী যুবলীগ, মোঃ সাকিব হাসান তুহিন যুগ্ম আহ্বায়ক জেলা আওয়ামী যুবলীগ, মীর মেহেদী হাসান রুবেল সভাপতি মাগুরা জেলা ছাত্রলীগ,মীর মনিরুল ইসলাম লিটন সদস্য জেলা আওয়ামী যুবলীগ, মোঃ বাকি বিল্লা সান্টু সদস্য জেলা আওয়ামী যুবলীগ, মোঃ পাবেল খাঁন সদস্য জেলা আওয়ামী যুবলীগ, এবি এম রবিউল ইসলাম বাবলু সদস্য জেলা আওয়ামী যুবলীগ, সরদার রেজাউল ইসলাম অন্যতম নেতা জেলা আওয়ামী যুবলীগ।