মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান বিজয় দিবস -২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ লেকপাড় এ্যাম্পিথিয়েটারের “রক্তকরবী” মুক্তমঞ্চে জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিকট বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। সেই সাথে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *