ভালুকায় বিদ্যুৎ পৃষ্টে ইন্টারনেট ব‍্যবসায়ী সহ দুই জনের মৃত্যু

ইন্টারনেট

ময়মনসিংহ জেলার ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ-স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন- জামিরদিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২৭) ও তার কর্মচারী অমিত (২৬)। তাদের বাঁচাতে গিয়ে আলফাজের বাবা আলিম উদ্দিনও (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায় আলফাজ উদ্দিন জামিরদিয়া এলাকায় ইন্টারনেটের ব্যবসা করেন। রাতে ওই এলাকায় ইন্টারনেটের সংযোগ দেয়ার জন্য তার কর্মচারী অমিত টিনের চালে ওঠে। এ সময় অমিত বিদ্যুতায়িত হয়ে চালের সঙ্গে আটকে থাকেন। নিচ থেকে আলফাজ তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনিও চালে ওঠলে বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে আলফাজের বাবা আলিম উদ্দিন এসে বিদ্যুতের তার কাটতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলফাজ ও অমিত মারা যান। আর আলিম উদ্দিনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *