ভারতীয় নারী ক্রিকেটারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যার খবরে শোকে আচ্ছন্ন বলিউড মহলসহ পুরো ভারত। রুপালি পর্দার মাহেন্দ্র সিং ধোনির আত্মহত্যার রেশ কাটতে না কাটতে এবার ফ্যানে ঝুলন্ত মরদেহ পাওয়া গেল ভারতীয় এক নারী ক্রিকেটারের।

অয়ন্তি রিয়ায়েং নামে ১৬ বছর বয়সী এই ক্রিকেটার ত্রিপুরার নারী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন। ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে ৪০ কিলোমিটার অদূরে তাইনানি গ্রামের বাসিন্দা অয়ন্তি রিয়ায়েং। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। খেলেছেন রাজ্য দলের অনূর্ধ্ব-২৩ পর্যায়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

ভারতে সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে অয়ন্তি সিলিংফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। সুশান্তের মতোই কোনো সুইসাইড নোট রেখে যাননি এ নারী ক্রিকেটার।উদীয়মান এ ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ ভারতের ক্রিকেট মহল।

গণমাধ্যম পিটিআইকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিমির চন্দা বলেন, দারুণ প্রতিভাবান খেলোয়াড় ছিল অয়ন্তি, সেই অনূর্ধ্ব-১৬ থেকে রাজ্য দলের সদস্য। অয়ন্তি আত্মহত্যা করেছে এমন মৃত্যুর খবরে আমরা হতভম্ব।

দৈনিক শতবর্ষ/ছাদ্দাম



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *