ব্রিজ হলেও দূর্দশা কাটেনি ডুমরিয়া ইউনিয়ন বাসীর

সুকেশ মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ ব্রিজ হলেও দূর্দশা কাটেনি ডুমরিয়া ইউনিয়ন বাসীর “মাংস ছাড়া বিরিয়ানী, আর রাস্তা ছাড়া ব্রিজ দুটোই সমান”। কথাটি শুনে অবাক হলেও এটি সত্য। টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের চরম দুর্ভোগে পড়া হাজারো মানুষের কথা। গোপালগঞ্জের টুংগিপাড়া উপজেলার ৫নং ডুমরিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজ। ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে বেশ কয়েক বছর আগে।

কিন্তু রাস্তার এতটাই বেহাল দশা রাস্তা থেকে ব্রিজ অনেক উঁচু এবং খাড়া যে সামান্য বৃষ্টি হলেই যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। এই ব্রিজ দ্বারা নারায়নখালি থেকে ডুমরিয়া মানুষের যাতায়াত, এটা ডুমরিয়া মাধ্যমিক বিদ্যালয়, ডুমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমরিয়া সাস্থ কমপ্লেক্স এবং ডুমরিয়া ইউনিয়ন পরিষদের যাতায়াতের প্রধান সড়ক। উল্লেখ্য টুঙ্গিপাড়া উপজেলা পরিষদে যাতায়তের প্রধান সড়ক এটি। স্থানীয় বাসিন্দারা জানান যে, আমরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তুির শিকার হচ্ছি, প্রশাসনকে ব্যাপারটি বারবার জানিয়েও কোন লাভ হয়নি,যখন টানা বৃষ্টি বা বন্যা হয় সেময় ব্রীজের দুই পাশের রাস্তা নষ্ট হয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

টুঙ্গিপাড়া উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে ও অন্যান অফিস থাকায় ব্রীজের এপারে থাকা কোন মানুষ বিপদে পড়লেও কিছু করার থাকেনা। ব্রীজ নিয়ে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি সহ্য করে আবেগের সাথে বার বার জানানোর পর কোন সুফল এখনও তো হয়নি। হালকা বর্ষনে যাতাযাত বন্ধ হয়ে যায়। বর্ষাকালে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা অসম্ভব হয়ে ওঠে। তবুও বর্তমানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় হয়ে যানবাহন নিয়ে চলাচল করছে। নারায়নখালি, বাবুপাড়া বাসীর কতৃপক্ষের নিকট আকুল আবেদন যে অতিব তাড়াতাড়ি যেন তারা এই দূর্দশা থেকে মুক্তি পায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *