বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা


বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে। যার প্রেক্ষিতে আজ টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসন ও জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জ এর উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ খ্রিস্টাব্দে উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার,মোহাম্মদ আকরামুজ্জামান শেখ, প্রধান শিক্ষক খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া করোনাভাইরাসের বিস্তৃতি রোধে প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু করোনাভাইরাসের বিস্তৃতি রোধই নয়; জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখতে পারে।