বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে পাস্তুরিত দুধ ও টি-শার্ট বিতরণ

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে পাস্তুরিত দুধ ও টি-শার্ট বিতরণ

“প্রতিদিন এক গ্লাস দুধ পান করি — রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস -২০২১ পালিত হয়েছে। এ লক্ষ্যে গতকাল (১ জুন) সকালে টুঙ্গিপাড়া উপজেলার জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাস্তুরিত তরল দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ-এর সহযোগিতায় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর উক্ত কর্মসূচি বাস্তবায়ন করে।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, পাটগাতি ইউপি চেয়ারম্যান মো. মিলন মোল্লা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *