বিরলে উপজেলা আওয়ামীলীগের ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপির দিকনির্দেশনায়- উপজেলা আওয়ামীলীগ কতৃক বিরল পৌর এলাকায় ও পর্যায়ক্রমে সকল ইউনিয়নে করোনা ভাইরাস কোভিট-১৯ (লকডাউন) পরিস্থিতিতে অসহায় দুস্থ রোজাদার ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে উন্নত মানের ইফতার সামগ্রী পৌঁছে দেয়া অব্যাহত রয়েছে।
প্রতিদিনের ন্যায় আজ (৩’মে)সোমবার বিরল পৌরসভার ৬নম্বর ওয়ার্ড পাইকপাড়া গ্রামে ইফতার বিতরণ করা হয়েছে।
প্রতিদিনের ন্যায় আজকেও সরাসরি উপস্থিত থেকে নিজ হাতে ইফতার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, এসময় আরো অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক, স্বেচ্ছাসেবকলীগে (ভারঃ) সভাপতি সুরজিত কুমার বাবুল, ছাত্রলীগের সভাপতি সোহাগ (বাবু) সাধারণ সম্পাদক আল-ইমরান (সানমুন) সহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন – দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপির দিকনির্দেশনা অনুযায়ী আমরা প্রতিদিন আলাদা এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং বাজরের দোকানদার দের মাঝে ইফতার পৌঁছে দিচ্ছি । তিনি আরো বলেন আমাদের নির্দেশনা দিয়েছেন ঈদের আগে পর্যন্ত যেনো ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকে আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *