বিচারের দাবি মেম্বারদের রাণীনগরে সেই ইউপি চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

 নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি’কে) আহবায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৮ জুলাই পারইল ইউপির ১১ জন মেম্বার একযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাও দেন মেম্বাররা। অভিযোগে জানা যায়, সম্প্রতি পারইল ইউনিয়ন পরিষদ সংস্কারের জন্য ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

সেই কাজের পিআইসি মেম্বার হেলালকে কাজ করতে না দিয়ে নিজেই অনিয়মে কাজ করে বরাদ্দের টাকা উত্তোলন করে নেয় চেয়ারম্যান। এরপর পারইল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সরকারি বরাদ্দের ৭০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা মাদ্রাসায় ও এতিমখানায় দিয়ে বাকি ৩০ হাজার টাকা অত্মসাৎ করেছেন চেয়ারম্যান জাহিদ। এডিপির বরাদ্দের ২ লাখ টাকার মধ্যে চেয়ারম্যান রিং পাইপ দেন ছোট-বড় মিলে মাত্র ৪৫টি, ফুটবল দেয় ৪০টি আর ৪পিস ব্যাটবল দিয়ে বরাদ্দের কাজে অনিয়ম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। আবার টিআর দু’টি বরাদ্দের ১ লাখ টাকার মধ্যে দুই মেম্বারকে দিয়ে রাস্তা সংস্কারের কাজ করে নিয়ে মহিলা মেম্বার রেশমাকে সাড়ে ২৭ হাজার টাকা এবং মেম্বার জয়েনুলকে মাত্র ১৮ হাজার টাকা দেওয়ার পর বাকি সাড়ে ৫৪ হাজার টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান।

এছাড়া গত ৭ জুলাই ভিজিএফ এর চাল বিতরণের দিন সুবিধাভোগেীদের চাল বাচিয়ে ৫ বস্তা চাল বিক্রি করাসহ নিজে চালের স্লিপ বিতরণ করে তালিকায় নাম না থাকা সর্তেও নিজের লোকজনের মাঝে চাল বিতরণ করেন চেয়ারম্যান। এমনকি পরিষদে বরাদ্দ আসা বিভিন্ন কাজ মেম্বারদেরকে দেওয়ার পর মেম্বারদের কাছ থেকে কমিশন দাবি করাসহ চেয়ারম্যান জাহিদের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মেম্বাররা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এদিকে এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনায় সুষ্ঠ তদন্ত করে ইউপি চেয়ারম্যান জাহিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিষদের মেম্বাররা। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, মেম্বারদের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার তিন সদস্য তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *