বিএনপি পরাজিত শক্তি নিয়ে রাজনীতি করে করতে পারবে না, বললেন আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে বাংলার মানুষ কে বোকা বানানোর চেষ্টা করছে। তাদের জোটের সঙ্গী হচ্ছে জামায়াত জামায়াতে ইসলাম দলগত ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই নয়, দলগত ভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আলবদর বাহিনী গঠন করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে বাংলাদেশের মানুষের উপর নির্জনতা এমন কি বহু মেয়েদের উপর পাকিস্তানি বাহিনীদের দিয়ে অত্যাচার করে ছিলেন। তাদের সঙ্গে নিয়ে বি এন পি নতুন ভাবে ষড়যন্ত্র করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যত দিন এক ফোটা রক্ত থাকতে সোনার বাংলার কোনো ক্ষতি হতে দেওয়া হবে না, সোমবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা তাদের হাতেই গঠিত হয়েছিল। তারা শুধু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি, আমাদের মা-বোনের ইজ্জত লুণ্ঠনেও সহযোগিতা করেছে। ’ তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের এদিনে আমি মনে করি, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয়নি। সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এটি আমাদের নিশ্চিত করতে হবে, কারণ অনেক প্রতিষ্ঠান সচেতন ভাবে জাতীয় সংগীত গাওয়া হয় নাই। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননা। এটি কোনোভাবেই আওয়ামী লীগ সরকার মেনে নিবেন না,