বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের নিবিড় কার্যক্রম
ফরিদপুর প্রতিনিধিঃ জনি মিয়া
“বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের নিবিড় কার্যক্রম ” ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার এর নির্দেশে ১৫ জুন ২০২০ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহ মোঃ সজীব এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির অপ্রাপ্তবয়স্ক এক ছাত্রী।
সোমবার দুপুর ২ টার দিকে সাভার উপজেলার হেলাল উদ্দিনের সৌদি প্রবাসী ছেলে আমীর হামজা (২১) ফরিদপুর সদর উপজেলা ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের এক নাবালিকার সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে হাজির হন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মেয়ের নানা আতিয়ার (৬৫) কে ২০ হাজার টাকা জরিমানা ও বর আমীর হামজা (২১) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।