বালু উত্তোলনের হিড়িক। ব্যবস্থা গ্রহেণর দাবি এলাকার সচেতন মহলদের
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের সিংগা মনোহরপুর গ্রামের সিংগারবিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চলছে হিড়িক। গত এক মাস ধরেই ২৪ ঘন্টায় চলছে বালু উত্তোলন। বালু উত্তোলনের চলতে থাকলে অদূর ভবিষ্যতে ধান উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছে সচেতন মহল।
এলাকাবাসী কোনোভাবেই এদের সাথে কথা বলতে পারেনা। কথা বলতে গেলেই এরা সন্ত্রাসী কায়দায় হামলা চালানোর চেষ্টা করে । এসব অবৈধ বালু দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।