“”বাগেরহাটের মোল্লাহাটে যানজট নিরসনে প্রশাসনের সভা অনুষ্ঠান অনুষ্ঠিত””

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার ও আশ-পাশ এলাকার সড়কের শৃঙ্খলা রক্ষায় ও যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার শিকদার কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন। এ সময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ইজিবাইক চালকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সড়কের শৃঙ্খলা রক্ষার সকলকে নিয়ম মেনে চলার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *