বাগেরহাটের চিতলমারী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে চিতলমারী উপজেলা বীরমুক্তিযোদ্ধারা প্রতিবাদ সমাবেশ করেছে। আজ মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকার সময় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চিতলমারী উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ড। তারা ” জাতির পিতার সম্মান, রাখিব মোরা অম্লান” এই শ্লোগান প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মারুফুল আলম। তিনি বলেন , বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা জাতির পিতার ভাষ্কর্য ভেঙ্গে আবার তাদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করে, বঙ্গবন্ধুকে যারা অসম্মান করে, যারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর করে, তাদের চরম শাস্তি পেতে হবে। এছাড়া এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙ্গে ফেলার কথা বলে, তারা পাকিস্তানের প্রেতাত্মা। তাদের এখনই চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে দেশকে আবার চরম ভোগান্তিতে পড়তে হবে। তিনি আরও বলেন ,বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে যারা ব্যঙ্গ করে , তাদের হুঁশিয়ার করে বলেন এ বাংলায় তাদের আর কোন ক্ষমা করা হবে না। এছাড়া এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ বাবুল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি জনাব নজরুল ইসলাম , উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা , আওয়ামীলীগের নেতা কর্মীরা , স্থানীয় জনপ্রতিনিধিরা ও চিতলমারী উপজেলার সাধারণ জনগণ।