বাগেরহাটে সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে অপরাজিতা নারীর ক্ষমতায়ন,স্হানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহন বৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্হা রুপান্তরের আয়োজনে ২১ জুন দুপুরে জেলাপ্রশাসক এর সন্মেলন কক্ষে জেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি রিজিয়া পারভীন এর সভাপতিত্বে এই অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সকল বিষয়ে নারীর অংগ্রহন বৃদ্ধি করে সেবার মান উন্নয়নের উপর জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞতার উপর আলোকপাত করেন। জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও প্রতিনিধি, জয়ীতা ও অপরাজিতা নারী,নারী জনপ্রতিনিধি,সাংবাদিক সহ ৪০ জন এতে অংশগ্রহন করেন।