বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে সুপারিশপ্রাপ্তি হওয়ায় কোটালীপাড়া থানার আনন্দ উদযাপন
বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এল ডি সি থেকে সুপারিশ পাওয়ায় কোটালীপাড়া থানার আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে। গত রোববার বিকেলে কোটালীপাড়া অডিটরিয়ম হল রুমে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অর্জনটি উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, মিষ্টি বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের উন্নয়ন সমৃদ্ধি ধরে রাখার বিষয়ে আলোকপাত করেন।