বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের পুনঃ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গোপালগঞ্জের কৃতিসন্তান শেখ কবির হোসেন


বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিবিএ) এর নির্বাচনে প্রেসিডেন্ট পদে পুনঃ নির্বাচিত হলেন গোপালগঞ্জের কৃতিসন্তান শেখ কবির হোসেন।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (৯ এপ্রিল) ভার্চুয়াল পদ্ধিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মোঃ আব্দুস সহিদ এমপি. এর সভাপতিত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন বোর্ডের অন্যান্য দুই সদস্য নিজাম উদ্দিন আহমেদ এবং মোস্তফা গোলাম কুদ্দুছও এসময় উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল নিশীথ কুমার সরকার ।