বহুল আলোচিত টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ এর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ

আলোচিত

আলোচিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মিতুল মল্লিক(২২) আদালতে আত্মসমর্পণ করেছে। আজ ২৫শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অদ্য বেলা ১.৩০ ঘটিকার সময় টুঙ্গিপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণ করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৎক্ষণাৎ তাকে কারাগারে প্রেরণ করে।

 

আলোচিত এ ধর্ষণ মামলার তদন্তকারী পুলিশ অফিসার মোঃ শাহ আলম (আই,ও) দৈনিক শতবর্ষ কে জানান যে, ধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। যার ফলে আসামি নিরুপায় হয়ে নিজেই এসে আত্মসমর্পণ করে। উল্লেখ্য,গত ১৪ই ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণধর্ষণের শিকার হয়েছেন নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী।

ধর্ষণের শিকার ওই কিশোরী টুঙ্গিপাড়া উপজেলাধীন গিমাডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী। ১৪ ইং ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে। জানা যায় ধর্ষণের শিকার কিশোরী টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন এডুকেশন কেয়ার নামক একটি কোচিং সেন্টারে কোচিং করতো। দৈনন্দিন নিয়ম অনুযায়ী ধর্ষণের শিকার ওই কিশোরী বিকাল পাঁচটায় কোচিং থেকে বাসায় ফেরার পথে কিছু বখাটে যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে নির্জন স্থানে যায়।
পরে সেখানে তাকে চেতনানাশক ঔষধ ব্যবহার করে অজ্ঞান করা হয়। তারপর চলে অবাধ যৌনাচার শিকার হয় গণধর্ষণের। পরে রাত সাড়ে আটটার দিকেঅজ্ঞান অবস্থায় তার বাসার সামনে ফেলে আসা হয়। এ মামলার প্রধান আসামি গ্রেফতার হ‌ওয়ায় আনন্দিত টুঙ্গীপাড়াবাসী ও ধর্ষীতার পরিবার।
Aa


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image