বরিশালের উজিরপুরে বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ০৫

  বরিশাল-ঢাকা মহাসড়কে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনউদ্দিন জানান, উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বৃহস্পতিবার ২১ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জনের লাশ এসেছে এবং অন্তত ১০ জন যাত্রী আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চিত্তেশ্বর এলাকার মোঃ নুরুল আকন (৪৮), গাজীপুর কোনাবাড়ী এলাকার রুহুল আমিন (৪৬), আব্দুর রহমান (৪৫) ও মোঃ হাসান (৩৬)। ওসি আরোও জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা পাঙ্চার হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাস এসে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সকল যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়েছে।

মাইক্রোবাসে অন্তত ১০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ওসি। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের সঙ্গে গাজীপুরের কোনাবাড়ী থেকে রওনা দেওয়া আরেক গাড়ির যাত্রী মাইদুল ইসলাম সেলিম বলেন, ’৯৬ ব্যাচের বন্ধুরা সকাল ৬টায় গাজীপুরের কোনাবাড়ী থেকে কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়েছিলাম। একই সময় কোনাবাড়ী এলাকা থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটিও ১০ জন যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়েছিল। আমরা পথে নাস্তা করতে মাইক্রোবাস থামাই। তখন দুর্ঘটনা কবলিত গাড়িটি আমাদের রেখে চলে আসে। পরে দুর্ঘটনায় কবলিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমত উল্লাহ জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের ৫ যাত্রী মারা গেছেন এবং আরও কয়েকজনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *