বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল এগারটার সময় বরিশাল লঞ্চঘাট টার্মিনাল ভবনে নৌ-পুলিশের আয়োজন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নৌথানার অফিসার ইনচার্জ (ওসি) জলিল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নৌ-পুলিশ হেডকোয়ার্টারস এর ডিআইজি মো: মিজানুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস কর্মকর্তা মো: আসাদুজ্জামান এবং সভাপতিত্বে করেন বরিশাল নৌপুলিশের সুপার মো: কফিল উদ্দিন।এছাড়া সহকারী পুলিশ সুপার আ: রাজ্জাক, এডিশনাল পুলিশ সুপার মো: হুমায়ূন কবিরসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি মো: মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১২ই অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে এবং তাহার সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে আমরা নদীতে কেউ জাল ফেলবো না এই হোক আমাদের অঙ্গিকার । এসময় তিনি আরও বলেন, এই ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাই সরকার নির্ধারিত এই সময়ে সকলের সহোযোগিতাও কামনা করেন তিনি।
বরিশাল নৌপুলিশের পুলিশ সুপার মো: কফিল উদ্দিন বলেন,আমরা যদি এই ২২ দিন ইলিশ না ধরি তাহলে সামনের এক বছর মনের খুশিতে ইলিশ খেতে পারবো।একটু কষ্ট হলেও আইন অমান্য না করি।এসময় তিনি সকল জেলেদের নিষেধাজ্ঞা সম্পর্কে বিভিন্ন উপদেশ ও পরামর্শ দেন।