বরিশালে বিএমপির অভিযানে ৮২০ পিচ ইয়াবাসহ আটক ০৩

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ১৬ জুন বিকেল চারটায় বরিশাল কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন জনাব বিপ্লব মিস্ত্রি’র নেতৃত্বে,এস.আই মেহেদীসহ কোতয়ালী মডেল থানার একটি চৌকস টিম পলাশপুর ব্রিজ সংলগ্ন এ.করিম আইডিয়াল কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ১।খালেদা বেগম(৩৫), স্বামীঃ মৃত শহীদ মোল্লা , সাং- শ্রীপুর, ০৩ নং ওয়ার্ড, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল, ২। নবাব হোসেন (৪০), পিতাঃ মোতালেব হোসেন, সাং- কৃষ্নকাঠী পাড়া, ৩ নং ওয়ার্ড, থানাঃ ঝালকাঠি সদর, জেলাঃ ঝালিকাঠী ও ০৩। মোঃ সুমিন হাওলাদার (৩৮) ওরফে মান্না সুমন, পিতাঃ নুরুল ইসলাম হাং, সাং- মোহাম্মাদপুর, ৫ নং ওয়ার্ড, থানাঃ কাউনিয়া, জেলাঃ বরিশাল দের সর্বমোট ৮২০ পিস ইয়াবা ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন সহ আটক করেন।
ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *