বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপিত


বিভাগীয় বরিশাল জেলা ও মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় ও নানাবিধ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ১৯ আগষ্ট রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে নগরীর বিভিন্ন এলাকা ভিওিক বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এবং প্রত্যেক এলাকাভিওিক শোভাযাত্রা একএিত হয়ে বরিশাল মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কালীবাড়ি রোড সম্মূখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা করা হয়। এছাড়া ভাটিখানা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও ভাঁটিখানা (আখড়াবাড়ি) শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রম ও মন্দির যুব সংঘের যৌথ আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।