বরিশালে আগামীকাল থেকে সকল প্রকার খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত।

 বরিশালের চলমান লকডাউন সফল করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও করোনা প্রতিরোধ জেলা কমিটির সমন্বয়ে আজ ০২ জুলাই ২০২১ খ্রিঃ দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় সার্কিট হাউজ বরিশালে জেলা প্রশাসক জনাব মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সরকার ঘোষিত লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে নিয়োজিত সকল বাহিনীর সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় এবং আগামীকাল থেকে বরিশাল জেলার সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকেল পাঁচ ঘটিকার পরে ফার্মেসী ব্যতিত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।

এসময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষি (বিএমপি) জনাব মোঃ মোকতার হোসেন পি.পি.এম (সেবা)। এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, র্যাব -৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি সহ সকল বাহিনী প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটির সদস্যবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *