বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে থানায় দায়েরকৃর্ত মামলা প্রত্যাহারের দাবীতে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত।

আজ শনিবার (২১আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে থানায় দায়েরকৃর্ত মামলা প্রত্যাহারের দাবীতে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের সাবেক জন সংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলুর পরিচালনায় মানবন্ধনে স্বাস্থ কর্মকর্তা ডাঃ ফয়সাল, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুম, কাজী মোয়াজ্জেম হোসেন, সহ সিটি করপোরেশনের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,’আমাদের মেয়র মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ।

আমরাও সবাই এখন গ্রেফতার আতঙ্কে ভুগছি।’ তারা এসব মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানায়। উল্লেখ্য যে গত বুধবার ১৮ আগষ্ট রাত সাড়ে দশটার দিকে আওয়ামীলীগ ও সিটি করপোরেশনের কর্মীরা শোক দিবসের ব্যানার খুলতে বরিশালের সি এন্ড বি রোডর উপজেলা পরিষদের সামনে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ব্যানার খুলতে নিষেধ করেন। এ নিয়ে এক পর্যায়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে ২৫-৩০ জন নেতা কর্মী নির্বাহী কর্মকর্তার বাসভবনে বুকে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে দায়িত্বে থাকা আনসার বাহিনী গুলি বর্ষন করে এবং পুলিশ আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর লাঠি চার্জ করে। এতে আওয়ামীলীগ এর অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন তার বাসভবনে হামলা করা হয়েছে। এর পর সিটি মেয়রকে প্রধান আসামি করে কয়েকশত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *