বরিশাল সিটি করপোরেশন ২৪ ঘন্টা বিনামূল্যে জরুরি এম্বুলেন্স সার্ভিস দিচ্ছে বরিশাল নগরবাসীর জন্য।

চলমান মহমারী করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ হ্রাস করতে চলমান লকডাউন চলাকালীন ২৪ ঘণ্টায় বিনামূল্যে জরুরি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বরিশাল সিটি করপোরেশন। গত বৃহস্পতিবার (১লা জুলাই) রাত থেকে বরিশালের নগর পিতা মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই মানবিক কার্যক্রম শুরু করা হয়। বরিশাল নগরীর সাধারণ ও অসহায় দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। সম্পূর্ন বিষয়টি নিশ্চিত করে গত শুক্রবার বিকালে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শ্রী স্বপন কুমার দাস জানান,পাঁচটি এ্যাম্বুলেন্স থাকবে এই কঠোর লকডাউনের সময় জরুরি সেবায়।

গতি বৃহস্পতিবার রাত থেকে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল মহানগর বাসীকে এই এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা পেতে মুঠোফোন থেকে ★০১৭২২২৮৬৩৬৭, ★০১৭২৩০২২৯৯৭ এবং ★০১৭২৩৯৫০২১৮ এই মোবাইল নম্বর গুলোতে সরাসরি কল করতে হবে। কল করলেই যথাস্থানে পৌঁছে যাবে বিনামূল্যের এই এ্যাম্বুলেন্স। এছাড়াও লকডাউন শুরুর পর থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের জন্য চারটি বাস গাড়ি দিয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অসংখ্য ধন্যবাদ বরিশাল সিটি কর্পোরেশন।।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *