বরিশাল ডিএনসির সফল অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপতার ১

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর চৌকস অফিসারদের অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি আটক।

বরিশাল মহানগরীর সিঅ্যান্ডবি রোডস্থ কাজীপাড়া থেকে মিনজার হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুলসংখ্যক ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন।

শনিবার ১৪ মে ২০২২ তারিখ সকাল ১০টার দিকে আটককৃত মিনজার হোসেন মোটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে বাকেরগঞ্জে যাওয়ার প্রাক্কালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার শরীরে তল্লাশি চালিয়ে সর্বমোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত যুবক বরগুনার বেতাগী থানাধীন বিবিচিনি গ্রামের নুরু উদ্দিন হাওলাদারের ছেলে।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়,গোপন তথ্য সংবাদ ছিল এক যুবক বিপুল সংখ্যক ইয়াবাসহ বাস যোগে রাজধানী ঢাকা থেকে বরিশালে নিয়ে এসেছে এবং পরবর্তীতে বাকেরগঞ্জের পশ্চিম লক্ষীপাশা গ্রামের সাইফুল ইসলাম রনির কাছে পৌছে দেওয়ার প্রস্তুতি চলছে । এমন তথ্যের ভিত্তিতে বরিশাল ডিএনসির সহকারি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে তাদের একটি চৌকস অফিসার টিম বেলা ১০টার দিকে বরিশাল সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় মিনজার হোসেন মোটরসাইকেল যোগে যাওয়ার চেষ্টা করলে তাকে তাৎক্ষনিক গ্রেপ্তার করা হয় এবং পরক্ষণে তার শরীরে তল্লাশি চালিয়ে সর্বমোট হাজার পিস ইয়াবাট্যাবলেট পাওয়া যায়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনজার হোসেন স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবাগুলো রাজধানী ঢাকা থেকে নিয়ে এসেছে এবং ইয়াবগুলো বাকেরগঞ্জের লক্ষীপাশা গ্রামের কায়সার আলীর পুত্র সাইফুল ইসলাম রনির কাছে পৌছানোর কথা ছিল।

এই অভিযান পরিচালনাকারী বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেন জানান, বাকেরগঞ্জের সাইফুল ইসলাম রনি একজন চিহ্নিত মাদক কারবারি ও ডিলার। গ্রেপ্তারকৃত মিনজার হোসেন ও সাইফুল ইসলাম রনিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান মাদকের বিরুদ্ধে বরিশালসহ সারাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান জিরো ট্রলারেন্সে চলমান থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *