বরিশাল চারুকলার বর্ষবরনের প্রস্তুতি

আগামীকাল বাংলা নববর্ষ ১৪২৯। বিগত দুই বছর বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি কাটিয়ে উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষকে বরন করতে চারুকলা বরিশাল ইতিমধ্যে সব রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে। ‘নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ এ প্রতিপাদ্যকে তুলে ধরে বরিশাল চারুকলা এ বছর নববর্ষকে বরণ করবে। এ সময় দিন রাত ব্যস্ত সময় পার করছেন শিশু, কিশোর,তরুন শিল্পীরা। রং তুলির আঁচড়ে বর্নীল ভাবে সেজেছে তাদের হাতে তৈরি সকল শিল্পকর্ম – রাখি, মুকুট,টোপড়,পাখা, বিভিন্ন ধরনের মুখোশ সড়া ,বাংলা, ,কুলা ও নানারকমের লোকজ ঐতিহ্যবাহী জিনিসপত্র। বড় কাজের মধ্যে থাকছে শান্তির প্রতীক পায়রা, গতির প্রতীক ঘোড়া, আবহমান গ্রামবাংলার পালকী। সকল তৈরিকৃত শিল্পকর্ম নিয়ে পহেলা বৈশাখ সকাল ৮ টায় বরিশাল সিটি কলেজ প্রাঙন থেকে মঙ্গল শোভাযাত্রা নগরীর বিশেষ কিছু সড়ক প্রদক্ষিণ করবে। উল্লেখ্য যে চারুকলা বরিশাল গত ৩০ বছর ধরে বরিশালে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে। বর্ষবরনের পাশাপাশি বাঙালির লোক সংস্কৃতি সংরক্ষন ও নতুন প্রজন্মকে এর সাথে সম্পৃক্ত করে এর প্রসার ঘটানো ছিল চারুকলা বরিশালের অন্যতম উদ্দেশ্য। গত দুই বছর করোনা মহামারীর কারনে এ আয়োজন স্থগিত ছিল। এ বছর রমজান মাসের কারনে স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে। সকাল ৭ টায় মঙ্গলগীত , মুক্তিযোদ্ধা সম্মাননা, রাখি বন্ধনের এবং, ঢাকের বাদ্যের তালে দেশবাসীর মঙ্গল কামনায় এ আয়োজনের শুভ সূচনা হবে। মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ৯ টায় আরম্ভ হবে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।বরিশাল চারুকলার বৈশাখ উৎসব-মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের দায়িত্ব পালন করছেন সৈয়দ নাজমুল আলম অভি ও তমাল রায়। শিল্পকর্ম তৈরির দায়িত্বে আছেন তাসনিম মাহমুদ সিয়াম ও দুর্জয় সিংহ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *