বন্ধুর দেখা নাই
বন্ধুর দেখা নাই
লুবনা জেরিন সীমা।
ভাটির গাঙে কে যাও তুমি
বাদামি পাল উড়াইয়া
একটু দাঁড়াও ও মাঝি ভাই
আমায় নাও তুলে।
পাড়ের আশায় বসে আছি
বন্ধুর দেখা নাই
বন্ধুর বাড়ি ওই গাঁয়ে সিঁথিকাটা পথ
সেথায় গেলে পাবো আমি
প্রাণ বন্ধুয়ার সাক্ষাৎ।
কলসি কাঙ্ক্ষে নিয়া আমি
জল ভরিতে যাই
বন্ধুরে দেখার উছিলাতে
পিছন ফিরে চাই
তবু বন্ধুর দেখা নাই।
নুপুর পায়ে রিনিকঝিনিক
নাচের সুর তুলি
মেঠো পথে আঁকাবাঁকা
আস্তে আস্তে হাঁটি।
কোমড় সমান চুল দুলিয়ে
এদিক ওদিক চাই
তবু বন্ধুর দেখা নাই।
দুষ্ট ছেলেরা ফিসফিসিয়ে
মিটমিটিয়ে চায়
দেখে আমার শরম লাগে
তবু বন্ধুর দেখা নাই।
উদাস পথিক থমকে দাঁড়ায়
পানি চেয়ে খায়
তবু বন্ধুর দেখা নাইরে
বন্ধুর দেখা নাই।