বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত-বার্ষিকী ও জাতীয় শোক দিবস; গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত-বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। রবিবার সকাল ১০টায় তিনি জাতির পিতার সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন-বাহিনীর একটি চৌকষ দল গার্ড অফ অনার প্রদর্শন করে। বেজে ওঠে বিউগলের সুর। এরপর তিনি সেখানে বিশেষ মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় তিন-বাহিনীর প্রধানগণসহ সাবেক জন-প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, ক্যাভিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সহ উর্দ্ধতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এরপর আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদ ও সংসদ সদস্যগণ জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য শাহজাহান খান এমপি এবং জাহাঙ্গীর কবির নানক এমপি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম এবং এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আফজাল হোসেন, ইকবাল হোসেন অপু এমপি, আব্দুল আউয়াল শামীম, সায়েম খান, আনিচুর রহমান, সাহাবদ্দিন ফরাজী, প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।
এরপর জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমীন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ ও উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামীলগ সভাপতি মোঃ শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া-মাহফিল। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দোয়া-মাহফিলে অংশ নেন। এছাড়াও, জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়ে ও ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত ও প্রার্থণা অনুষ্ঠিত হয়।