বঙ্গবন্ধুর সমাধিতে ৬ জন অতিরিক্ত আইজিপির শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের ৬ জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। আজ রবিবার দুপুরে সদ্য পদোন্নতি প্রাপ্ত বাংলাদেশ পুলিশের ০৬ জন অতিরিক্ত আইজিপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এসময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন, হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাজহারুল ইসলাম, বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি খন্দকার গোলাম ফারুক। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ পুলিশ সুপার সাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, থানার ওসি এএফএম নাসিম সহ প্রমূখ।